সৈয়দ ছায়েদ আহমদ।। মৌলভীবাজারে সামাজিক সংগঠন ভয়েজ অব মৌলভীবাজার এর যুক্তরাজ্যস্থ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ স্বদেশ আগমন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান সড়কের একটি অভিজাত রেষ্টুরেন্টে সংগঠনের মৌলভীবাজার জেলা আহবায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব বকশি মিজবাহ উর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান মিয়া, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমদ(নছরু), নির্বাহী সদস্য আব্দুর রমান মনা, যুক্তরাষ্টের সদস্য বকশি মামুনুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল লতিফ কয়ছর।
‘ভয়েস অব মৌলভীবাজার’ নেতৃত্বের মৌলভীবাজার সফর। ছবি: মুক্তকথা |
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, আব্দুর রকিব সাবু, মিল্লাদ তালুকদার, খালেদ চৌধুরী, অজয় সেন, নিলিমেষ ঘোষ ভুলু, সৈয়দ ছায়েদ আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজারের কাউন্সিল, জেলায় উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম এর উপর গুরুত্ব আরো করে বক্তব্য রাখেন।