1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভয়েস অব মৌলভীবাজার! - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

ভয়েস অব মৌলভীবাজার!

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১৯ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ কক্ষ।।
“পারবি যেতে ভেদ করে এই বক্র-পথের চক্রব্যূহ?
উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরূহ?
আজকে প্রাণের গো-ভাগাড়ে উড়ছে শুধু চিল-শকুনি
এর মাঝে তুই আলোক-শিশু কোন্ অভিযান করবি, শুনি?

বিদ্রোহী কবির “পথের দিশা”য় অনুপ্রাণীত হয়ে মৌলভীবাজারের এক ঝাঁক তরুণ সমাজকর্মী সমাজের আরো সকলকে সাথে নিয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষায় ঘট সাজাতে বসেছিলেন লণ্ডনের এক রেস্তোরাঁয়। বসেছিলেন তাদের আরো কিছু বয়োজেষ্ঠ্যদের নিয়ে। তাদের উদ্দেশ্য সকল মতামতের মৌলভীবাজারবাসীকে এক ঘটের ভেতরে নিয়ে আসা। লক্ষ্য তাদের, নিজের মনের মাধুরী মিশিয়ে জন্মমাটি মৌলভীবাজারকে সমৃদ্ধ অপরূপা পর্যটনপুরী এক নগরী হিসেবে গড়ে তোলা। তাদের এই কল্যাণী প্রচেষ্টার স্ফুরণ ঘটেছে নব অঙ্কুরিত একটি সংগঠনের প্রকাশে। “ভয়েস অব মৌলভীবাজার” নামে একটি নতুন সংগঠন জন্ম নিয়েছে তাদের প্রাণের স্পন্ধনে।
গতকাল ২৭শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তারা বসেছিলেন, সময়ের এক সাহসী মানুষ, তাদেরই বয়োজেষ্ঠ্য মৌলভীবাজারের এক সময়ের প্রাণবন্ত ফুটবল খেলোয়াড়, উনিশশ’বাষষ্টির মৌলভীবাজারের ছাত্ররাজনীতির অন্যতম পুরোধা মোহাম্মদ ফিরোজকে নিয়ে। ব্রিকলেনের গ্রামবাংলা রেস্তোরাঁয় তারই পৌরহিত্যে বসে সভা।
দীর্ঘ আলোচনার পর সভায় এক শুভ সূচনার উদ্দেশ্যে “ভয়েস অব মৌলভীবাজার” নামে সংগঠন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের ভিত নির্মাণে আদর্শ উদ্দেশ্য প্রনয়ণের লক্ষ্যে সাংবাদিক এডভোকেট হারুনূর রশীদকে আহ্বায়ক নির্বাচিত করে ৫সদস্য বিশিষ্ট আদর্শ উদ্দেশ্য তথা ‘গঠণতন্ত্র’ প্রনয়ণ উপপর্ষদ গঠিত হয়। এ উপ-পর্ষদের বাকীগন হলেন-এস এম আলাউদ্দীন আহমদ, কমরেড মসুদ আহমদ, আব্দুল আহাদ চৌধুরী ও কয়ছর আহমদ।
১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক পর্ষদের আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, যুগ্ন আহ্বায়ক সাংবাদিক এডভোকেট হারুনূর রশীদ, যুগ্ন আহ্বায়ক এস এম আলাউদ্দীন আহমদ। পর্ষদের বাকী সদস্যগন হলেন মসুদ আহমদ, জালাল উদ্দীন, আব্দুল মন্নান, মোহিদুর রহমান, আব্দুল আহাদ চৌধুরী, কয়ছর আহমদ, শাহনূর খান, সৈয়দ জয়নু, এস রহমান মধু, আব্দুল মালিক, শাহজাহান মিয়া, গোলাম মর্তুজা, মোহাম্মদ মুজিব, ওদুদ আলম, সায়ফুর রহমান বাবুল ও আমিনুর রহমান কাবিদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT