1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভাবুনতো এরা কেমন মানুষ! - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

ভাবুনতো এরা কেমন মানুষ!

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫১১ পড়া হয়েছে

উপরের এ ছবিটি ইউরোপের একটি দেশের। এদেশটিতে এমন দৃশ্য দৈনন্দিন, দেশের মানুষের জীবনের সাথে মিশে গেছে বহু বহু বছর ধরে। যে কোনজন সে দেশ ঘুরতে গেলে সহসাই এমন দৃশ্যের দেখা মিলে যাবে। মানুষ যে সত্যিকার অর্থেই মানুষের জন্য তা নয়ন জুড়িয়ে হৃদয়ঙ্গম করা যায় ওখানে গেলে। বিশেষ করে ওই দেশে যখন কোন রেস্তোরাঁয় যাবেন তখনই উপরের ছবির সার্থকতা খুঁজে পাবেন।
একজন ভ্রমনকারী তার বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লিখেছেন- একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে জর্জর অবস্থায় একজন বৃদ্ধ ব্যক্তি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে? কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই রেস্তোরাঁয় সারাদিন এভাবে চলতেই তিনি দেখলেন। বিষয়টি হচ্ছে এই যে, কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে খাবার কিনে দাম পরিশোধ করে খাবার রেখে যাচ্ছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা মূল্যে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলে এমন খাওয়া-দাওয়া।
অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। দাতাও জানেন না গ্রহীতার পরিচয় না গ্রহীতাও জানেন দাতার পরিচয়।
প্রয়োজন নেই পরিচয় জানার, প্রয়োজন নেই নিজের পরিচয় তুলে ধরার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।
মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম “নরওয়ে” এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও!
সংগ্রহ: হাবিবুর রহমান হাওলাদার

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT