লন্ডন: সচরাচরের মত এবারও বিশ্বব্যাপী মুসলমানদের ঈদ হবে ২ দিনে। সৌদি আরবসহ বহু দেশেই নব জন্মের চাঁদ দেখা গেছে। এবারের ঈদের চাঁদ প্রথম দেখা যায় মালয়েশিয়ায়। এর পর পরই আসে ইন্দোনেশিয়া, ভারতের কেরালা, বেঙ্গালোরে চাঁদ দেখার খবর। চাঁদ দেখা গেছে আফ্রিকার দেশ নাইজেরিয়া, সোমালিয়া, মিশর ও লিবিয়ায়। এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ ইরাণ, ইরাক, আবুদাবি, শারজাহ ও কাতারে চাঁদ দেখা গেছে। সর্বশেষ জানা যায় সৌদি আরব নিশ্চিত করেছে চাঁদ দেখার খবর। অতএব আগামীকাল রোববার ঈদ উদযাপিত হবে।
বাংলাদেশ এখনও ঘোষণা দেয়নি কাল ঈদ হবে কি-না! অনুমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকায় আগামীকাল না হয়ে সোমবার ঈদ হবে।
আগামীকাল যারা ঈদ করবেন দিন হিসেবে তাদের উপবাসের(রোজা) পরিমাণ হবে ২৯দিন।