1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোক্তা অধিকারের অভিযান মৌলভীবাজারে, মাদক ব্যবসায়ী আটক শ্রীমঙ্গলে - মুক্তকথা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

ভোক্তা অধিকারের অভিযান মৌলভীবাজারে, মাদক ব্যবসায়ী আটক শ্রীমঙ্গলে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৫৬১ পড়া হয়েছে

ভোক্তা অধিকার অভিযান। ছবি- মুক্তকথা

ভোক্তা অধিকার অধিদপ্ত’রের অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি।। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজারে অভিযান চালিয়েছে। মঙ্গলবার সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কার্যালয় জানায়, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, রেষ্টুরেন্ট এ নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মূল্য তালিকা না রেখে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে সোনার বাংলা রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, হাবিব ষ্টোরকে ৫ শত টাকা, এলাহি ডিম ষ্টোরকে ৫ শত টাকা, ভাই ভাই ডিমের আড়ৎকে ৫ শত টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।

মৌলভীবাজার ঈদগাহ সম্প্রসারণ কাজের উদ্বোধন

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের হযরত শাহ মোস্তফা (র:) মাজার সংলগ্ন ঈদগাহের বর্ধিত সীমানা প্রাচীরের পাঁকাকরনের মধ্যদিয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শাহ মোস্তফা(র:) মাজারের মোতাওয়াল্লি সৈয়দ খলিলউল্লাহ ছালিক জুনেদ, এ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন, সৈয়দ সাহাবুদ্দিন আহমদ, ব্যবসায়ী মো: আব্দুল খালিক, নাজিম উদ্দিন নজরুল, টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম,এডভোকেট মোস্তাক আহমদ মম, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, আনিসুজ্জামান বায়েস,পৌর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান,দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা মীর্জা শামীম আহমদ, মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: সুজন মিয়া,সাংবাদিক বকসি ইকবাল আহমদ, এসএম উমেদ আলী, ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, উপ সহকারী প্রকৌশলী আব্দুল মোমিন, সৈয়দ সায়েদ আহমদ, ইফতেখার আহমদ, একে এম নুরুজ্জামান প্রমুখ।

ছবি- মুক্তকথা

শ্রীমঙ্গলে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গলে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। গত সোমবার দুপুরে ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানকালে উপজেলার ভাড়াউড়া বাগানসড়কস্থ আবাসিক এলাকা থেকে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোঃ শফিকুল ইসলাম (৩২) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও এলাকার মৃত জমির উদ্দিন পুত্র। উদ্ধারকৃত দেশীয় তৈরী চোলাই মদ ও ধৃতকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে রেব জানিয়েছে।

জাতীয় জনসেবা দিবস পালিত

জাতীয় জনসেবা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা, সেমিনার ইত্যাদি। মৌলভীবাজার কালেক্টরেট প্রাঙ্গন থেকে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুগ্মসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদের বিধায়ক রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ ড.মো. ফজলুল আলী, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানুনগো, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা মৎস্য কর্মকর্তা শফিউজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন চন্দ্র বিশ্বাসসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT