মুক্তকথা সংগ্রহ।। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তারাপাশা বাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২রা সেপ্টেম্বর সোমবার বিকাল ২:৩০ টা থেকে ৫:৩০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, উক্ত অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স ।
ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানকালে তারাপাশা বাজারে অবস্থিত হাসান ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ২হাজার টাকা জরিমানা করা হয়, বিষ্ণুপদ রোডে অবস্থিত বিসমিল্লাহ বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে ২ হাজার টাকা জরিমানাসহ ২টি প্রতিষ্টানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। সূত্র: মৌলভীবাজার: জিতু তালুকদারের ফেইচবুক থেকে।