মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমিতে নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিনব্যাপী নানা কর্মসুচী শেষে গত রোববার সন্ধ্যায় এক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী মাধবপুর ললিতকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত লেখক ও গবেষক অধ্যাপক ড. রণজিৎ সিংহ।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: রইছ আল রেজুয়ান এর সভাপতিত্বে ও ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কার্ত্তিক পাত্র, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মণিপুরি মহারাস লীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ ও কার্ত্তিক পাত্রকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা সংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।