পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে বিভিন্ন সংগঠন
নবী মোহাম্মদ(সাঃ) এর শুভ আগমনকে যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্রীমঙ্গলের বিভিন্ন ইসলামি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে শ্রীমঙ্গলের বিভিন্ন ইসলামি সংগঠনের ব্যানারে দিনব্যাপী মোবারক র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ৯ ঘটিকায় শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ রহঃ এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মোঃ শায়েল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন এর সঞ্চালনায় শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেনঃ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওঃ আলহাজ্ব মুজিবুর রহমান আল মাদানী, সহ সভাপতি হাফিজ মাওঃ ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওঃ রাশীদ আলী,
আনজুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি মাওঃ আব্দুল কুদ্দুস নিজামী, সাধারণ সম্পাদক এবিএম সামছুদ্দোহা খান আবু বকর, সহ সাধারণ সম্পাদক মাওঃ ফয়েজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুমিন, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম, সহ সমাজকল্যাণ সম্পাদক শেখ ফয়সল আহমদ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ
![]() |
হাফিজ মাহবুব আহমদ সালেহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুর রহমান খাঁন পাশা, নবিগঞ্জ সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ময়ীনু্ল ইসলাম জাকির, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওঃ জয়নুল আবিদীন, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সালেহ, মোঃ সিদ্দিক আলী, মৌলভীবাজার জেলা সহ সভাপতি আবুল কাশেম, সহ প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মুজিবুর রহমান, মাওঃ হাম্মাদ আহমদ, জালালিয়া জামে মসজিদের ছানী ইমাম মাওঃ আহমদ আলী, কারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনায়েদ আহমদ, মাওঃ আবু তাহের, শ্রীমঙ্গল পৌর তালামীযের সভাপতি হৃদয় আলম, সাধারণ সম্পাদক ইমাদ হাসান, শ্রীমঙ্গল আলিায়া মাদ্রাসা শাখার সভাপতি মীর ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, ১ নং মির্জাপুর ইউপি শাখা সভাপতি আম্বর আলী, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ৬নং আশিদ্রোন ইউনিয়ন শাখার সভাপতি আফজল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ শ্রীমঙ্গল উপজেলা, পৌর, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন ইউনিয়ন ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।