1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মিথ্যা অভিযোগ, তবুও মামলা দায়ের হয়েছে - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

মিথ্যা অভিযোগ, তবুও মামলা দায়ের হয়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ৪৮৩ পড়া হয়েছে

getattachmentthumbnailমৌলভীবাজার অফিস : রোববার, ৪ঠা অগ্রহায়ন ১৪২৩।। মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাদক ব্যবসায় বাধা দেয়া পাঁচগাঁও ইউনিয়নের সদস্য জুবেল আহমদ রাসেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে রাজনগর প্রেসক্লাবে, উপজেলার স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে এলকাবাসীর পক্ষে মো. রফিক মিয়ার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন কামরুল ইসলাম।

লিখিত বক্তব্য থেকে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচগাঁও ইউনিয়নের দুগাও গ্রামের ইউপি সদস্য জুবেল আহমদ বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী একই গ্রামের জহির আহমদ সেবুল পরাজীত হন। আগে থেকে চলা বিরোধ ও নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারো গত ২রা অক্টোবর রাতে এলাকায় রাস্তা নিয়ে বিরোধ বাঁধে। এর একসপ্তাহ পর আবারো খেলার মাঠে গর্তখনন করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাঁধে। বিষয়টি আপস মিমাংসা করার জন্য ইউপি সদস্য জুবেল আহমদ রাসেল উদ্যোগ নেন। কিন্তু তার নির্বাচনী প্রতিপক্ষ জহির আহমদ সেবুলের ইন্দনে বিষয়গুলোর সমাধানে বাধাগ্রস্ত করে, বিভিন্ন মামলায় ইউপি সদস্য জুবেল আহমদ রাসেলকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আসামী করা হয়েছে। সম্প্রতি ইউপি সদস্যকে আসামীকে করে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে। এলাকাবাসী মিথ্যা অভিযোগ করা মামলা প্রত্যাহারের দাবী জানায়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. রফিকুল ইসলাম, ফারুক মিয়া, কমরু মিয়া, সিরাজ মিয়া, জরিফ মিয়া প্রমুখ।
এব্যাপারে জানতে জহির আহমদ সেবুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT