1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
‘মিসেস দক্ষিণ এশিয়া কানাডা ২০১৭’ প্রতিযোগীতার দ্বিতীয় রানার আপ জিতে নিলো বাংগালী বাধন - মুক্তকথা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

‘মিসেস দক্ষিণ এশিয়া কানাডা ২০১৭’ প্রতিযোগীতার দ্বিতীয় রানার আপ জিতে নিলো বাংগালী বাধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭২৯ পড়া হয়েছে

লন্ডন: ২০০০ সালে মাত্র ১২ বছর বয়সে বাবা-মার হাত ধরে ঢাকা থেকে কানাডায় পাড়ি দিয়েছিলেন ছোট্ট যে কিশোরী আজ ২০১৭ তে এসে তিনিই অর্জন করলেন ‘মিসেস দক্ষিণ এশিয়া কানাডা ২০১৭’ এ দ্বিতীয় রানার আপ আর ‘রাগা মডেল’এর প্রতিযোগিতায় ‘মিসেস স্টাইল আইকন খেতাব’। সেদিনের সেই রাই কিশোরী আজকের নিবেদিতা সাহা বাধন।
বাধনের এই স্বীকৃতিকে নিয়ে ‘কেনাডা বাংলাদেশ নিউজ’ লিখেছে-বাধন শুরুর দিকে শঙ্কিত থাকলেও ভিন দেশটি ধীরে ধীরে খুব আপন হয়ে ওঠে তাঁর। টরন্টোয় বাংলাদেশিদের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম, কানাডিয়ান সংস্কৃতি, সিনেমা সবই ভালো লাগতে শুরু করে বাধনের।
বাধনের নিজের ভাষায়, ‘আমার বাবা-মা আমাকে কমিউনিটির অনেক কার্যক্রমের সাথে অংশ নিতে বলে। তো আমিও বিভিন্ন অনুষ্ঠানে গান করতাম, থিয়েটারে অভিনয় শুরু করলাম। আমার ভাই আমাকে প্রায়ই খোঁচা মেরে বলতো, আমি নাকি কানাডায় বাঙালি সংস্কৃতির ধারক হতে যাচ্ছি। কে জানত, তার সেই খোঁচা মেরে বলা কথাই এক সময় সত্যি হয়ে আমাকে ধন্য করবে!’
সিবিএন আরো লিখেছে- বিশ্ববিদ্যালয় ছিল বাধনের জন্য ভিন্ন একটি পর্ব। গুরুগম্ভীর, আরও নিয়ন্ত্রিত, তবে বন্ধুদের সঙ্গে মিশতে সম্পূর্ণ স্বাধীনতা ছিল তাঁর। টরন্টো বিশ্ববিদ্যালয় জৈব রসায়ন নিয়ে পড়াশুনা শেষ করেন বাধন।
বাধন নিজেই বলেন, ‘আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে আরও জানতে শুরু করি। আমি খুঁজে পেয়েছিলাম যে আমার ভাল যোগাযোগ দক্ষতা আছে। আমার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আমি আবিষ্কার করি প্রাণ-প্রাচুর্যে ভরা ব্যক্তিত্বের আমাকে।’
বাধন আরো বলেন, ‘বিয়ের পর আমার স্বামীর সঙ্গে অনেক দেশ ঘুরেছি। তিনি ভারতীয়। তাই বাংলাদেশ আর ভারতের সংস্কৃতির সান্নিধ্যে আমাদের দিন কাটছে। আমার স্বামী আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাহসী হতে আমাকে অনুপ্রাণিত করেন।’
বাধনের মতে, কানাডায় বাংলাদেশি কমিউনিটির মাঝেও অনেক মেধাবী রয়েছে। পেশাজীবনের পাশাপাশি নিজেদের মেধার বিকাশ ও প্রকাশে তাঁদের সবাইকে আগ্রহী হওয়ার পরামর্শ দেন তিনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT