1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুক্তিযোদ্ধা ও পুলিশ সুপারের মতবিনিময় এবং জামাতনেতা মহাজ্ঞানী সাঈদীর প্রয়াণে প্রার্থনা - মুক্তকথা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা ও পুলিশ সুপারের মতবিনিময় এবং জামাতনেতা মহাজ্ঞানী সাঈদীর প্রয়াণে প্রার্থনা

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৭১ পড়া হয়েছে

মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম(বার)। গতকাল শনিবার, ১৯আগষ্ট ‘২৩ইং সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। শুরুতে পুলিশ সুপার জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সকলের সাথে পরিচিত হয়ে কুশলাদি বিনিময় করেন।

 

পুলিশ সুপার বলেন, “বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ মৌলভীবাজারের সকল শ্রেণির নাগরিকদের হাসি মুখে সেবা দিতে মৌলভীবাজার জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জামাত নেতা মহাজ্ঞানী সাঈদীর প্রয়াণে মৌলভীবাজার জেলা সদরে প্রার্থনা সভা

কুরআন ব্যাখ্যাকারী মহাজ্ঞানী দেলোয়ার হোসাইন সাঈদীর প্রয়াণে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার মৌলভীবাজার জেলা শহরে পূর্ব ঘোষিত গায়েবানা জানাজার নামাজ অনুমোদন না পাওয়ার কারণে স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে জেলার অনেকগুলো মসজিদ, মক্তব, এতিমখানা ও মাদ্রাসায় মহাজ্ঞানী সাঈদীর আত্মার কল্যাণ কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

জেলা ও উপজেলার মসজিদ সমূহে দোয়াতে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, জুড়ি উপজেলা আমীর হাফেজ নাজমুল ইসলাম, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আমীর মোঃমাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন প্রমূখ।

দোয়া মাহফিলে জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার জেলায় দীর্ঘদিনের ঐতিহ্য রাজনৈতিক সুহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। কিন্তু গায়েবানা জানাজার মতো মানবিক কর্মসূচী পালনে বাধা প্রদানে জেলাবাসী স্তম্ভিত। জেলার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে আমরা গায়েবানা স্থগিত ঘোষণা করি। আমরা মহান রাব্বুল আলামিনের নিকট আমাদের মনের কষ্ট সোপর্দ করলাম। সেদিন বেশি দূরে নয় এ জুলুমের একদিন অবসান হবে।
এ সময় মহাজ্ঞানী দেলোয়ার হোসাইন সাঈদী’র আত্মার কল্যাণ কামনা করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT