সারা দুনিয়ায় ৬০-৭০দশকের সাড়া জাগানো মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলী শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় হাসপাতালে গেছেন। বব গুন্নেল নামক মোহাম্মদ আলীর একজন মুখপাত্রের বরাত দিয়ে দৈনিক গার্ডিয়ান লিখেছে- ৭৪ বছর বয়সী মোহাম্মদ আলীকে আগাম সতর্কতায় ডাক্তারগন চিকিতসা দিচ্ছেন এবং তিনি ভালই আছেন, যদিও ঐ মূখপাত্র
হাসপাতালের নাম ও কবে ভর্তি হয়েছেন জানাতে চাননি। আলী বহুদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছেন। ১৯৮১ সালে তিনি মুষ্ঠিযুদ্ধ
থেকে অবসর নেন। ২০১৪ সালের ডিসেম্বরে
তাকে একবার নিউমুনিয়ায় আক্রান্ত বলে হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তারা খুঁজে পান, তিনি মারাত্মক মূত্রনালী সংক্রমনে ভোগছেন। যার জন্য তাকে ২০১৫ সালের জানুয়ারীতে পুনঃচিকিতসা নিতে হয়।
ইদানিং মোহাম্মদ আলী খুব কমই জনসমক্ষে আসেন। তার সর্বশেষ আসা হয়েছিল গত
এপ্রিলে, আরিজোনায় আয়োজিত এক ভোজ
সভায়। এটি ছিল “মোহাম্মদ আলীপার্কিন্সন কেন্দ্র”এর আয়োজনে একটি ”সেলেব্রিটি ফাইট নাইট”।
বিশ্ব চেম্পিয়ান মুষ্ঠিযুদ্ধা মোহাম্মদ আলী আমাদের যৌবনের এক বলিষ্ঠ উচ্চরণ
ছিলেন আছেন এবং থাকবেন আমাদের আমৃত্যু।