বিলেতে মুক্তিযুদ্ধের সংগঠক, খ্যাতিমান ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব
মোহাম্মদ ফিরুজ এর দাফন সম্পন্ন,
বিভিন্ন মহলের শোক প্রকাশ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য, মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ‘৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ফিরুজ বৃটেনের কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ওয়েলসের লন্ডন সময় দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় সজ্জন ও গুনগ্রাহী রেখে গেছেন।
২১ অক্টোবর সোমবার মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার প্রথম জানাজা গত ১৯ অক্টোবর শনিবার ২টায় কার্ডিফ শাহজালাল মসজিদে সম্পন্ন হয়। জানাজায় ওয়েলস কার্ডিফ ছাড়াও বৃটেনের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক, সামাজিক, ইসলামিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ সহ আত্মীয়-স্বজন ও বিশিষ্টনেরা উপস্থিত ছিলেন।
প্রয়াতের মরদেহ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে সিলেটে নেওয়ার পর ২১ অক্টোবর সোমবার মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে বিকেল ৩ ঘটিকার সময় ২য় দফায় জানাজার নামাজ আয়োজিত হয়। ২য় জানাজার নামাজের পর প্রচুর ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে জামে মসজিদের সামনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
৬০ এর দশকে মৌলভীবাজারের চৌকষ ফুটবল খেলোয়াড় ও বৃটেনের কার্ডিফ বসবাসকারী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য, প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিটি ব্যক্তিত্ব জননেতা মোহাম্মদ ফিরুজ মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি ও বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট এবং গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস এর চেয়ারপার্সন ও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।
এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, বৃটেনে বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মনির, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা দোওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান খান, শাহজালাল বাংলা সকুল কমিটির সহ-সভাপতি শাহ আলী আকবর, শাহজালাল বাংলা সকুল কমিটির সাবেক সভাপতি এম আক্তারুজ্জামান কুরেশি নিপু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম অকিব, একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, অনুপম নিউজ এর সম্পাদক এম মুহিব চৌধুরী, ইউকে অনলাইন প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রোজ ও সেক্রেটারি আজিজুল আম্বিয়া, কচুয়া জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।