1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে খেলাফত মজলিসের কমিটি ঘোষণা - মুক্তকথা
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

মৌলভীবাজারে খেলাফত মজলিসের কমিটি ঘোষণা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৮৪ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস: শনিবার, ২৮শে মাঘ ১৪২৩।। মৌলভীবাজারে খেলাফত মজলিসের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী)  দিন ব্যাপি খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে আয়োজিত মজলিসে শুরায় এ কমিটি ঘোষণা করা হয়। শুরার সদস্যদের ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে অধ্যাপক মাওলানা আব্দুস সবুরকে সভাপতি ও মাওলানা আহমদ বিলালকে সাধারণ সম্পাদক পূনরায় নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষ্যে আয়োজিত শুরার সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ সামছুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয়  নির্বাহি সদস্য মাওলানা আয়ূব আলী, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা নূরুল মুত্তাকিন জুনাইদ, মাওলানা জয়নাল আবেদিন প্রমুখ। আগামী দুই বছরের জন্য এ কমিটি সাংগঠনের কার্যক্রম চালিয়ে যাবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী।

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেন, খেলাফত মজলিস সবার সহায়তায় দেশের প্রতিটি ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে চায়।খেলাফত মজলিস কোন গোষ্ঠী বা কোন মসলকের হয়ে কাজ করে না। এজন্য খেলাফত মজলিসের কর্মীদেরও সক্রিয় ভাবে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করে যোগ্যতা অর্জন করতে হবে। (সম্পাদক আহমদ বিলাল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT