মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে জেলার রাজনগর উপজেলার কামারচাক বাজারে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ ক্যাম্প চিতিৎসা সেবা দেয়া হয় মঙ্গলবার দিনব্যাপী।
এসময় ডাঃ বিনেন্দু ভৌমিক, ডা. প্লাবণ সূত্রধর ও ডা. সায়মা মুজাহিদ লিজার নেতৃত্বে একদল স্বাস্থ্য সহকারি বন্যা পীড়িত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাংবাদিক আব্দুর রব, কামারচাক ইউপি চেয়ারম্যান সেলিম আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এদিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে ত্রান বিতরণ করেছে জেলা বিএনপি(একাংশ)। জেলা ছাত্রদলের যুগ্মসাধারন সম্পাদক শাহ আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪০০ বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরন করেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সাবেক এমপি বেগম খালেদা রব্বানী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রান বিতরন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপি’র সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি, পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, জেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান শামীম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম
সম্পাদক ও জেলা বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপি নেতা ২নং মনুমুখ ইউ পি চেয়ারম্যান আব্দুল হক সেফুল, মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান খালিছুর রহমান প্রমূখ।
লন্ডনস্থ সামাজিক সংগঠন “এইড এন্ড কেয়ার ট্রাষ্ট” মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। বুধবার দিনব্যাপী রাজনগর উপজেলার কাউয়াদিঘী ও কুশিয়ারা নদী পাড়ের ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যা কবলিত অসহায় মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, বিশিষ্ট রাজনীতিবিদ এমএ রহিম সিআইপি, ডাঃ জিল্লুল হক, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, আব্দুল ওয়াদুদ, এমদাদুল হক, দুরুদ আহমদসহ অনেকেই।
শুরুতে দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। লন্ডনস্থ এইড এন্ড কেয়ার ট্রাষ্টের পক্ষে ত্রাণ বিতরণ করেন চ্যানেল এস ইউকে’র ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী।
রাজনগরে বন্যার্ত হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। আলহাজ্ব আজমলআলী খাঁন স্মৃতি পরিষদ-এর উদ্যোগে রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির কদমহাটা বিনয়শ্রী সমাজকল্যান পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে প্রায় দুই শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও আলহাজ্ব আজমল আলী খাঁন স্মৃতিপরিষদ সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা যুবদলের সাবেক যুগ্মসম্পাদক ও জেলা বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল, জেলা জিয়া মঞ্চের আহবায়ক ৮নং মুনসুরনগর ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ মোনাহিম কবির, রাজনগর উপজেলা বিএনপি’র সহসভাপতি ইয়াছিন খান, বিশিষ্ট সমাজ সেবক শামীম খান,
কয়ছর উদ্দিন বাবু, ডাঃ মামুন আহমদ, কাজল মিয়া, সাবেক জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, বিএনপি নেতা তাজেল আহমদ, মনসুরনগর ইউনিয়ন আল ইসলার সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ শাহাব উদ্দিন, জেলা জিয়ামঞ্চের যুগ্ম আহবায়ক এ আর জনি চৌধুরী, ৮নং মুনসুরনগর ইউ পি ছাত্রনেতা হোসাইন আহমদ দিপু, মোঃ আল-আমিন, আবিদুর রহমান প্রমুখ।