শ্রীমঙ্গল শহরকে আধুনিক শহর হিসেবে গড়তে সকল অংশীদারদের একসাথে কাজ করার আহ্বান
-ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহর পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও শহর ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার, ১৫সেপ্টেম্বর সকালে শহরের পৌরসভাস্থ মহসিন অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। এসময় তিনি শ্রীমঙ্গল শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলার জন্য সব ‘স্টেকহোল্ডারদ’-এর এক সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণায় প্রাপ্ত অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরে বলেন, স্রষ্টা শ্রীমঙ্গল উপজেলাকে নৈসর্গিক সৌন্দর্যতা দিয়ে তার সুনিপুন হাতের ছোঁয়ায় সাজিয়েছেন। এ উপজেলায় দেশের অধিকাংশ চা বাগান অবস্থিত।
তিনি বলেন, শহর ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পাঠ। এ বিষয়টি তিনটি ই দ্বারা নিহিত। ‘ট্রাফিক ইঞ্জিনিয়ারিং’, ‘ট্রাফিক এডুকেশন’, ‘ট্রাফিক ইনফোর্সমেন্ট’। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হল যেমন- পৌর সভা, এলজিআরডি, রোডস এন্ড হাইওয়ে, জেলা পরিষদ। তারা সুন্দর সুন্দর রাস্তা ঘাট ও অবকাঠামো তৈরি করে সুন্দর পরিবেশ করে দিবে।
|