মুক্তকথা সংবাদকক্ষ॥ ‘ইউনিভার্সেল ক্রেডিট’ নিয়ে সরকারের চলমান পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রমিক দলের প্রাক্তন নেতা এমপি জেরেমি করবিন বলেছেন, বর্তমান টরি সরকার সাধারণ মানুষকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোণা সমস্যা এবং আমাদের সমাজের অসাম্যতা যখন খুব একটা খারাপ অবস্থায় নয়। এমন অবস্থায় সরকার ‘ইউনিভার্সেল ক্রেডিট’ এর বিষয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে আর এখন আবার ‘ইউনিভার্সেল ক্রেডিট’ এর কিছু পরিমান অর্থ কেটে নিতে চায়।
তিনি বলেন যে, সরকার ‘ইউনিভার্সেল ক্রেডিট’এর ২০ পাউণ্ড কেটে নিতে চায়। এটি নিরীহ সাধারণ মানুষের প্রতি সম্পূর্ণভাবে একটি অন্যায় আচরণ উল্লেখ করে করবিন বলেন, এটি সম্পূর্ণ ভুল, অন্যায় এবং ন্যায়-নীতি বিরুদ্ধ কাজ।
সরকারের এমন ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রচার আন্দোলন শুরু করার ঘোষণা দিয়ে এবং সকল মানুষকে তার আন্দোলনে সমর্থন দিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘ইউনিভার্সেল ক্রেডিট’ থেকে এ নমুনায় অর্থ কেটে নেয়া সম্পূর্ণ অবৈধ। এটি তারা করতে পারেন না।
|