1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে চোরাই সিএনজি অটোরিক্সাসহ আটক ২ জন - মুক্তকথা
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

রাজনগরে চোরাই সিএনজি অটোরিক্সাসহ আটক ২ জন

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১০২৬ পড়া হয়েছে

মোহাম্মদ ফরহাদ হোসেন।। রাজনগর, মঙ্গলবার ১৬ই ফাল্গুন ১৪২৩।। মৌলভীবাজারের রাজনগরে উপজেলার মোকামবাজার এলাকা থেকে একটি চোরাই সিএনজি অটোরিক্সাসহ দুইজনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। পরে তাদেরকে সিলেটের দক্ষিন সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে একটি সিএনজি (সিলেট থ ১১-৬৫০১) নিয়ে দুই চোর উপজেলার ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
তারা মোকামবাজার সিএনজি চালক সমিতিকে বিষয়টি জানালে সমিতির কয়েকজন সদস্য এসে চোরদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সিএনজি অটোরিক্সা চুরির কথা স্বীকার করলে তাদেরকে মোকামবাজার সিএনজি অটোরিক্সা সমিতির অফিসে নিয়ে গিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে রাজনগর থানার পুলিশ গিয়ে সিএনজি অটোরিক্সাসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো- বিয়ানিবাজারের চন্দ্রগ্রাম এলাকার মৃত আজির আলীর ছেলে সেলিম ওরফে শাহীন (৩৪) ও সিলেটের র্ভাথখলা এলাকার বাবুল মিয়ার ছেলে নাদিম হায়দার (৩০)। পুলিশি জিজ্ঞাসাবাদে সিলেটের দক্ষিন সুরমা এলাকা থেকে চুরি করে আনা হয়েছে বলে তারা স্বীকার করে। রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজীব হোসেন জানান, চোরদের জিজ্ঞাসাবাদ করলে তারা সিলেটের দক্ষিন সুরমা এলাকা থেকে সিএনজি অটোরিক্সাটি চুরির কথা স্বীকার করে। অটোরিক্সাসহ চোরদের দক্ষিন সুরমা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেখানে মামলা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT