1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চলছে রাজনীতির অনুশীলন - মুক্তকথা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

চলছে রাজনীতির অনুশীলন

প্রতিনিধিগন ও সংবাদদাতা॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৬৮ পড়া হয়েছে

বিএনপি নির্বাচন নিয়ে পুতুল নাচ শুরু করেছে

-নানক

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে পুতুল নাচ শুরু করেছে। এই পুতুল নাচ করে লাভ নেই। বিএনপির বন্ধুরা এখনও সময় আছে, খালেদা জিয়া একজন দন্ডপ্রাপ্ত আসামি, তারেক জিয়া একজন পালাতক আসামী, তারা কোনদিন নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান কোনদিনই ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং বিএনপির বন্ধুরা আপনাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রীক ধারায় নিয়ে আসুন। তাহলে বিএনপির শেষ রক্ষা হওয়ার সুযোগ রয়েছে। গণতন্ত্রের পথে নির্বাচনের পথে না এসে অবার আব্দুর রহমান, বাঙলা ভাই জঙ্গি জেএমবি তৈরী করে কুলাউড়ায় গোপনে ট্রেনিং দেওয়াবেন? নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য অস্ত্র ডোকিয়ে সন্ত্রাস করবেন? তা আর হবে না। এই দেশ আমাদের এই দেশ আপনাদের, এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি। তাই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে শিল্পকলা মিলনায়তনে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল বিএনপি। মাত্র তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ ছিল। বিএনপির আমলে বিদ্যুৎ কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইতো। আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ২৫ হাজার বিদ্যুৎ উৎপাদন করছে। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে নিরাপদে বিদেশে পাঠিয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয় জিয়াউর রহমান এই খুনে জড়িত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য তারেক রহমান ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছে। যেই গ্রেনেড পাকিন্তান আর্মি ব্যবহার করে, সেই গ্রেনেড দিয়ে হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করেছে।

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মো: মনজুর রহমান, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে জেলা পরিষদ ছাত্রছাত্রীদের এককালিন ২৫ লক্ষ টাকার বৃত্তি, একশত সেলাই মেশিন, ২৫ লক্ষটাকার ক্রিড়া সামগ্রী বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করেন।

 

রাজনগরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা

 

 

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মৌলভীবাজার রাজনগর আসনের এমপি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জহিরুল ইসলাম ময়ুন। যুগ্ন সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান আনছারী মনাই ও সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, সহসভাপতি জহির আহমদ, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিম দে মধু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আতাউর রহমান সোহেল, শ্রম বিষয়ক সম্পাদক শামলাল কালুয়ার মুকুজিয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দূর্গা দেব, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেন, উত্তরভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান চৌধুরী, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক শাহাদাত হোসেন, মুন্সিবাজার আওয়ামীলীগ নেতা রাজা মিয়া ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক হাছান আহমদ প্রমুখ।

 

কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

শাহীন আহবায়ক, শফিকুর সদস্য সচিব

কমলগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। এতে মো: ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন)কে আহবায়ক, মো: আবুল মনসুর রুকেন ও মো: জসিম উদ্দিন সাকিল (পৌর কাউন্সিলর)কে যুগ্ম আহবায়ক ও মো: শফিকুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের সুপারিশের প্রেক্ষিতে এই আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মো: হাজী নোমান আলী, মো: ক-এস খসরু (হেলাল), মো: খলিলুর রহমান (লেচু), মো: মীর জাহিদ, মো: নোমান আহমদ চৌধুরী, মো: মহসীন আফরোজ চৌধুরী, সন্তোষ ধর, মো: গোলাম মওলা ইসমত, মো: আব্দুস শহীদ, ডা: মো: আব্দুস ছালাম, সৈয়দ আব্দুর রকিব, মো: রফিকুল ইসলাম (সাক্কু), মো: আবু খলিল জাবেদ, মো: আহমদুর রহমান বুলু (পৌর কাউন্সিলর), আতাউর রহমান সানুর, মো: ইয়াছিন আলী, ও মোছা: শিউলী আক্তার শাপলা (পৌর কাউন্সিলর)।

মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিছ আলী কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির বিশেষ সভায় দীর্ঘদিন যাবত নিস্ক্রিয় থাকায় কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সিদ্ধান্তের আলোকে কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে মো: ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন) আহবায়ক, মো: আবুল মনসুর রুকেন, মো: জসিম উদ্দিন সাকিল (পৌর কাউন্সিলর) যুগ্ম আহবায়ক ও মো: শফিকুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট কমলগঞ্জ পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়।

মৌলভীবাজারে গ্রেনেড হামলা দিবস পালন

বিশেষ প্রতিনিধি

মৌলভীবাজারে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার দুপুরে পৌর হলরুমে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সঞ্চালনায় আতাউর রহমান লোকমান এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন ও চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন প্রমুখ।
এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

কমলগঞ্জ উপজেলার রাজদিঘীর পাড় বাজারে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ 

সংবাদদাতা

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ ২৮ আগস্ট ২০২৩ সোমবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজদিঘির পাড় বাজারে বাম গণতান্ত্রিক জোট কমলগঞ্জ উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রবীন নেতা এনামুল হকের এর সভাপতিত্বে এবং বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জেলা সদস্য আহমেদ সিরাজ, সিপিবি কমলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT