হয়েগেলো শ্রীমঙ্গলে রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫
উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে রূপালী ব্যাংক পিএলসি দেশব্যাপী আয়োজন করেছে তারুণ্যের উৎসব-২০২৫। উদযাপনের শেষ দিবসে শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী-২০২৫’।
রবিবার (২ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ মিলনায়তনে স্বাক্ষরতা কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য।
শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক, রূপালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার, বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সূর্য্য কান্ত দাশ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রূপালী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের লেনদেন ও সকল ধরনের সেবা দিতে সদা প্রস্তুত রয়েছে। এই ব্যাংক শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, এখানে আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে।
রূপালী ব্যাংকে লেনদেন এবং সকল ধরনের সেবা কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা কিভাবে দ্বায়িত্ব পালন করে থাকেন তা স্বচক্ষে অবলোকন করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে আপনারা আসুন, আমাদের কর্মকর্তারা প্রতিটি কার্যক্রম আপনাদের বুঝিয়ে দিবে। এরফলে আপনাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে।
ব্যাংকে হিসাব খুলে অল্প অল্প লেনদেনের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান অতিথি।
![]() |
বাংলাদেশে এই প্রথম চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে যাত্রীদের জন্য “পাঠক কর্নার” নামের বুকস্টল উদ্বোধন করা হয়েছে। ষ্টেশনে অপেক্ষামান যাত্রীদের সময় কাটানোের জন্য এই “পাঠক কর্নার” স্থাপন করা হয়।
৩০ অক্টোবর বৃহস্পতিবার শ্রীমঙ্গল পৌরসভার উদ্যেগে “পাঠক কর্নার” নামে একটি বুক স্টলের উদ্বোধন করা হয়েছে। এর ফলে ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষমাণ যাত্রীরা বিভিন্ন ধরনের বই পাঠ করে সময় কাটাতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুক ষ্টলের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার প্রমুখ।
জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন শুধু মৌলভীবাজার জেলার অন্যতম রেলওয়ে ষ্টেশন নয, দেশের গুরুত্বপূর্ণ একটি পর্যটন নগরী, এছাড়াও চা উৎপাদনে দেশের প্রধান অঞ্চল হওয়ার কারণে শ্রীমঙ্গলকে বলা হয় ‘চায়ের রাজধানী’। এই কারণে দেশের অনেক ভিআইপি যাত্রী, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষার্থীসহ অনেকেই এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। অনেক সময় ট্রেন যাত্রা বিলম্বের কারণে যাত্রীরা দীর্ঘ সময় রেলওয়ে ষ্টেশনে অপেক্ষামান থাকেন। তাদের একঘেয়েমী দূর করতেই আমাদের এই প্রচেষ্টা। সবার সহযোগিতায় এই উদ্যোগটি সর্বমহলে অনুকরণীয় হয়ে উঠবে বলে আমি আশাবাদী।
তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ, ও খেলাপি ঋণ আদায় পক্ষ মাস উদযাপন করে জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা।
![]() |
রবিবার (২ নভেম্বর) দু’টি পর্বে আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ‘গ্রাহক সেবা পক্ষ’ পর্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুন উদ্যোক্তারা। দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন ঋণ খেলাপি এবং বিভিন্ন সেবা গ্রহণকারী গ্রাহকরা। এসময় গ্রাহকরা তাদের ঋণ সমন্বয় করেন এবং কিস্তি প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানাজার মো. রবিউল আলম। জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গলের শাখা ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সেবা পক্ষ ও খেলাপি ঋণ আদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানাজার মো. রফিকুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রধান কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানাজার সুভাশীষ চক্রবর্তী।
প্রধান অতিথি বলেন, জনতা ব্যাংক শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, এখানে আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। আমানত সুরক্ষাসহ সকল ধরনের আর্থিক সেবা দিতে জনতা ব্যাংক পিএলসি সদা প্রস্তুত রয়েছে। আরও বেশি সেবা দিতে তিনি গ্রাহকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।
সেবা নিয়ে আলাপ কালে কর্মকর্তারা গ্রাহক ও তরুনদের অবগত করতে জনতা ব্যাংকের চলমান স্কিম তুলে ধরে বলেন, জনতা ব্যাংক ডিপজিট পেনশন স্কিম, দ্বিগুন মুনাফা স্কিম(৭ বছর), স্মার্ট একাউন্ট (ডিপিএস), আমার সঞ্চয় আমার মুনাফা স্কিম। আদিবাসী পেনশন স্কিম, জনতা ব্যাংক হজ্ব ডিপজিট স্কিম, নারী কল্যান সঞ্চয় প্রকল্প, জনতা মিলিওনিয়ার ডিপোজিট স্কিম ইত্যাদি বিভিন্ন মেয়াদী এফডিআর এর সুবিধা ছাড়াও রয়েছে জনতা ব্যাংক স্কুল ব্যাংকিং সেবা।