1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লন্ডনের রাস্তায় আবার সন্ত্রাসী আক্রমণ : একটি ভেন গাড়ী লন্ডন ব্রীজে অনেক পথচারীর উপরে উঠে গিয়ে জখম করলো - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

লন্ডনের রাস্তায় আবার সন্ত্রাসী আক্রমণ : একটি ভেন গাড়ী লন্ডন ব্রীজে অনেক পথচারীর উপরে উঠে গিয়ে জখম করলো

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪৫৩ পড়া হয়েছে

লন্ডন: একটি ভেনগাড়ী লন্ডন ব্রীজে পথচারীদের উপর উঠে গিয়ে জখম করেছে অনেক মানুষকে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং লন্ডন ব্রীজ আপততঃ বন্ধ রাখা হয়েছে।
জানাগেছে, জরুরী সেবার মানুষজন গত শনিবার ৩ জুন রাতে লন্ডন ব্রীজে যায় যেখানে অসংখ্য পাথচারীকে একটি ভেনগাড়ী মারাত্মকভাবে আহত করে। পার্শ্ববর্তী ‘বরো মার্কেট’-এ একব্যক্তিতে ছুরিকাহত করা হয়েছে যেখানে পুলিশ উপস্থিত আছে। ওখানে গুলি চালানোও হয়েছে বলে পুলিশ বলেছে। পুলিশ আরো বলেছে যে দক্ষিন লন্ডনের ভক্সহলে এ পর্যন্ত ৩দফা আক্রমণ হলো।
 ঘটনার সময় লন্ডন ব্রীজে উপস্থিত ছিলেন এমন একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান যে তিনি দেখেছেন একটি দ্রুতগামী সাদা গাড়ী ৫ থেকে ৬জন মানুষকে রাস্তায় মারাত্মকভাবে আঘাত করেছে। মারাত্মক জখমপ্রাপ্ত মানুষ রাস্তা ও পেইভমেন্টে পড়ে থাকতে দেখেছেন তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT