মুক্তকথা সংবাদকক্ষ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালনের এক নান্দনিক উদ্যোগ নিয়েছে লন্ডনস্ত বাংলাদেশ হাইকমিশন।
এ উপলক্ষ্যে বাংলাদেশের খ্যাতীময়ী সরোদ শিল্পী মেসার্স রাজরূপা চৌধুরী আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ গ্রহন করবেন। স্মরণ করা যেতে পারে, রাজরূপা চৌধুরী বিগত ২০১৭সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত শাস্ত্রীয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরোদ পরিবেশন করেছিলেন। তবলায় পণ্ডিত অভিজিৎ ব্যানার্জিকে সঙ্গে নিয়ে শিল্পী সেদিন বাজিয়েছিলেন অনিল মধ্যম রাগ।
লন্ডনে শিল্পী রাজরূপার সাথে তবলে ধুয়া তুলবেন লন্ডনের সুপ্রিয় তবল শিল্পী উস্তাদ ইউসুফ আলী খাঁ। বিশ্বের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর সাহস আর শৌর্যবির্যময় বীরগাঁথার স্মরণে উৎসর্জিত হয়ে উভয় শিল্পীই বীররস সুধায় আবেগে হৃদয়ভরে ধুন তুলবেন ওই মঞ্চে।
বাংলাদেশ হাইকমিশন আয়োজিত উক্ত জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে লন্ডনের আন্ডারউড সড়কের ‘ওসমানী সেন্টার’-এ আগামী ১৩ই মার্চ সন্ধ্যে সাড়ে ৬টায়। অনুষ্ঠান চলবে রাত ৮টা অবদি।