1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা মূলত বাংলাদেশের ওপরই হামলা - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা মূলত বাংলাদেশের ওপরই হামলা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭২ পড়া হয়েছে

-পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী

প্রবাসী বিএনপি কর্মীদের অপরাধী বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা মূলত বাংলাদেশের ওপরই হামলা। এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ পুলিশের কাছে ঢাকা দাবি জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার ঢাকায় এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, এ ধরনের সহিংস এবং বেআইনী কার্যক্রম বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে কলঙ্কিত করেছে। এটি প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা। বাসস’এর খবর ইত্তেফাক প্রকাশ করেছে আজ।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি উদ্ধৃত করে আলী বলেন, আকস্মিকভাবে তারা মিশনের কর্মীদের ওপর হামলা চালায় এবং সেখানে সম্পদের ভাঙচুর করে।
লন্ডন মেট্রোপলিটান পুলিশ ঘটনাস্থল থেকে নাসির আহমদ নামে একজনকে আটক করে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউকে চ্যাপ্টারের সভাপতি।
জানা যায়, বাংলাদেশ হাইকমিশন উচ্চ নিরাপত্তা ঝুঁকিসহ ঘটনার বর্ণনা দিয়ে কূটনৈতিক প্রটোকল অফিসে বার্তা পাঠিয়েছিল। বাসস ও ইত্তেফাক থেকে সংগৃহীত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT