শ্রীমঙ্গল থেকে সৈয়দ ছায়েদ আহমদ।। শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সিলেটের ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় ধামাইল একাডেমির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ধামাইল একাডেমির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
সিলেট বিভাগ ধামাইল উন্নয়ন পরিষদের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ ধামাইল উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি শিক্ষক জহর তরপদার ও শ্রী বিশ্বজ্যোতি চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অনুজকান্তুি দাশ, ধামাইল সংগঠক ও একাডেমীর প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ সরকার, শিক্ষক জয়ন্ত দেবনাথ প্রমুখ। পরে শ্রীমঙ্গল “নবনাগরী ধামাইল সংঘে”র পরিবেশনায় উপস্থাপিত হয় সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল।
একাডেমীর আয়োজকগন জানান, নতুন প্রজন্মের শিশুসহ বিভিন্ন বয়সী মেয়েদের সিলেটের ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় ধামাইলের প্রতি উৎসাহিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে এই ধামাইল একাডেমী।