মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে দুই বীরঙ্গনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ, একাংশ) । মৌলভীবাজার জেলা শাখা। রোববার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনাসহ আর্থিক অনুদান দেয়া হয়। সংবর্ধিত অতিথিরা হলেন-মহান মুক্তিযুদ্ধেও স্মৃতি নিয়ে বেচেঁ থাকা মৌলভীবাজারের বীরঙ্গনা জয়ন্তি বৈদ্য ও মঙ্গলা বৈদ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল’র জেলা সভাপতি আ,স,ম, সালেহ সোহেল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রিয় সাধারণ সম্পাাদক নাজমুল হক প্রধান এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জাসদের সভাপতি এড. জাকির আহমদ, সিলেট জেলা জাসদের সভাপতি কলম্দর আলী, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি মছব্বির আহমদ প্রমূখ। পরে দুই বিরঙ্গনাকে আর্থিক অনুদান দেয়া হয়।
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার সদর উপজেলায় রিপন মিয়া (২০) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২ টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে দুবৃত্তরা তাকে হত্যা করেছে। মুদি দেকানের ব্যবসায়ী রিপন
প্রতিদিনের মতো ওই রাতে দোকানের দরজা লাগিয়ে ভেতরে ঘুমান। সকালে এলাকাবাসী দোকানের দরজা খোলা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সকালে ঘটনাস্থলে পৌছে রিপনের লাশ উদ্ধার করে। মৌলভীবাজার মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তার মাথায় ধারালো অস্ত্রের দুটি আঘাত ও মুখে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রিপন ওই গ্রামের কাছন মিয়র পুত্র। তদন্তকারী ওই এসআই আরো জানান, ময়না তদন্ত শেষে লাশ স্বজনদেও কাছে হস্থান্তর করা হয়েছে। মামলা রেকর্ড হয়েছে কিনা জানতে চাইলে তিনি রোববার রাত সাড়ে ৮টায় বলেন, এখন নিহতের স্বজনরা দাফন-কাপন নিয়ে ব্যস্থ রয়েছে। হয়তো এটা সম্পন্ন করে থানায় মামলা করতে পারে।
মৌলভীবাজার প্রতিনিধি।। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি (একাংশ)। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরন করা হয়। শহরের সমশের নগর সড়কস্থ চৌমুহনা, আদালত সড়ক, টিসি মার্কেট ও চাঁদনীঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় এসব লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য, সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলীসহ অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।