আদম দালালদের খপ্পর থেকে গ্রামে ফিরেছে রাজনগরের এক বিদেশ যাত্রী
মুক্তকথা মৌলভীবাজার দফতর থেকে: বুধবার, ১৯শে অক্টোবর ২০১৬।। বিদেশ পাঠাতে আদম দালালদের দৌরাত্ত এখন থামছেইনা। বেঁচে থাকার তাগিদে টাকা পয়সা, পরিবার পরিজন বিসর্জন দিয়ে স্বদেশ ত্যাগ করে বিদেশের বিভিন্ন সীমান্তে নিজেদের মরনের দিকে ঠেলে দিয়ে নিজে আর দেশে রাখা আপনজনদের আতংকে রেখেছেন ঘর ছেড়ে যাওয়া বিদেশ যাত্রীরা। গত মংগলবার চট্রগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবৈধ পন্থায় ১৯ জন লিবিয়া যাত্রীকে আটক করে আইন শৃংখলাবাহিনী। পরে দালালদের তথ্য নিয়ে ওই সব যাত্রীদের ছেড়ে দেয়া হয়। চট্রগ্রাম থেকে ফেরত আসা মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনামপুর গ্রামের জহিরুল ইসলাম তুহিন মিয়া জানায়, ৪ লাখ ২০ হাজার টাকা সাব্যস্থ করে পার্শ্ববর্তী সুপ্রাকান্দি গ্রামের তফুর মিয়া ভ্রমন ভিসার কথা বলে আমাকে রাজি করায়। লিবিয়া পৌছালে পুরো টাকা পরিশোধ করা হবে এই মরমে একটি চুক্তি হয়। জানা গেছে ঢাকায় সাইদুর রহমান নামে আরেক দালালের মাধ্যমে তফুর বিদেশে মানুষ পাঠায়। এই বিষয়ে কথা হয় স্থানীয় দালাল তফুর আলীর সাথে। তিনি বলেন ভাতিজা জহিরকে লিবিয়া পাঠাতে ঢাকার আদম বেপারি সাইদুর রহমানের মাধ্যমে চট্রগ্রাম নিয়ে যাই। ভিসায় ঝামেলা থাকায় তাকে নিয়ে ফেরত আসি।