1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিমুল হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল - মুক্তকথা
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

শিমুল হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৪ পড়া হয়েছে

 

মৌলভীবাজার অফিস।। শ্রীমঙ্গল, সোমবার ২৩শে মাঘ ১৪২৩।। শিমুল হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলের সাংবাদিকগন মৌন মিছিল ও প্রতিবাদ সভার মাধ্যমে তাদের দুঃখ আর ক্ষোভ প্রকাশ করেন। কর্তব্যরত অবস্থায় সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। বর্বর জঘন্য এই হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মূখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেন সাংবাদিকগন। আজ সোমবার শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত করা হয়।উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন সকালে প্রেসক্লাবে কালো ব্যাজ ধারন করে মৌন মিছিল নিয়ে সারা শহর প্রদক্ষিন করেন। পরে চৌমুহনা চত্বরে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি গোপল দেব চৌধুরী ও সম্পাদক এম ইদ্রিস আলী। বক্তারা শিমুল হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে  হত্যাকারী শাহাজাদপুর পৌর মেয়র হালিমুল হকের ফাসিঁর দাবি জানান।

এদিকে একই দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্দোগে শহরের চৌমুহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লার সম্পাদক এম ইদ্রিস আলী, কলামিষ্ট সৈয়দ আসিরুজ্জামান, সাংবাদিক কাউছার ইকবাল, দীপংকর ভট্টাচর্য লিটন, শামিম আক্তার হোসেন, আবুজার রহমান বাবলা, আনিছুল ইসলাম আশরাফী, সাইফুল ইসলাম প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT