শ্রীমঙ্গলে বিজিবি উত্তর-পূর্ব অঞ্চলের সংবাদ সম্মেলন
আড়াই মাসে ১৬৪ কোটি টাকার চোরাই মালামাল
ও সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন।
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এসব কার্যক্রম জনসম্মুখে তুলে ধরতে বুধবার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বলেন, গত ১ নভেম্বর ২০২৫ থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি টাকার চোরাচালানী মালামাল এবং সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।”
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্ত এলাকার সিলেট, কুমিল্লা,শ্রীমঙ্গল ও ময়মনসিংহ এই চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি প্রস্তুত। ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।”
নির্বাচনকে কেন্দ্র করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। ভোটকেন্দ্রগুলোর রেকি কার্যক্রমও চলছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
সার্বিকভাবে আসন্ন নির্বাচন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।