1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংস্কারের লক্ষ্যে সিলেট নগরসংস্থায় অপসারণ - মুক্তকথা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

সংস্কারের লক্ষ্যে সিলেট নগরসংস্থায় অপসারণ

রাজনৈতিক প্রতিবেদক
  • প্রকাশকাল : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ পড়া হয়েছে

সিলেট নগর সংস্থার ৫৬জন কাউন্সিলর অপসারিত হয়েছেন

মেয়রকে অপসারণের এক মাসের মাথায় সিলেট নগর সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের (নারী) ৫৬ জন কাউন্সিলরকে অপসারণ করা হয়েছে। এদের মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪২জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৪জন কাউন্সিলর।

গতকাল বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনের সব কাউন্সিলরদের অপসরাণ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশনের(সিসিক) পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আগের দুই বারের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী দলের নির্দেশে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে প্রায় খালি মাঠে লড়াই করে সিসিকের মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পান ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। ওই বছরের নভেম্বরে তিনি সিসিক মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।

স্মরণ করিয়ে দেয়া ভাল যে, আওয়ামীলীগ সরকরের পতনের পর ১৯ আগস্ট সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে মেয়র আনোয়ারুজ্জামানের বদলে সিলেটের বিভাগীয় কমিশনার সিসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT