লন্ডন: কাতারের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এক টুইট বার্তায় লন্ডনের ফিনসবারি পার্ক হত্যাকান্ডের তীব্র নিন্দা করেছেন। ৩৭ বছর বয়সী নতুন প্রজন্মের এই প্রতিনিধি আল থানি ২০০৩সালে কাতার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সনদ লাভ করে কাতার সরকারে যোগদান করেন। এর পর তিনি ২০০৫ সাল থেকে ২০০৯ সাল অবদি অর্থনীতি বিষয়ক পরিচালক হিসেবে কাজ করেন। চৌকুস এই কূটনীতিক কাতার আমীরের ব্যক্তিগত প্রতিনিধিত্বের সচিব হিসেবেও কাজ করেন। সহকারী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২০১৪ সালের জানুয়ারীতে। ২৭ জানুয়ারী ২০১৬ তে তাকে পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ দেয়া হয়।
ফিনসবারি পার্ক হত্যাকান্ডকে নিরীহ প্রার্থনাকারীদের উপর ভয়ঙ্কর আক্রমণ বলে এর কঠোর নিন্দা জানিয়ে তিনি তার টুইট বার্তায় বলেন-“সন্ত্রাসবাদ আধুনিক সময়ে বিশ্বাসঘাতকতার এক মূর্ত প্রতীক।”