বিশ্বের বহু দেশে এখনও সপ্তাহে ৬দিন কাজ করা হয়ে থাকে। ১দিন সাপ্তাহিক ছুটি। যা কি-না বৃটেনে সপ্তাহে ৫দিন কাজ চলে। সপ্তাহে ২দিন ছুটি থাকে। আর সে দিনগুলো হলো শনি ও রোববার। সে ৫দিন থেকে আরও ১দিন বাদ দেয়ার সমূহ সম্ভাবনা উজ্জ্বল হয়ে আসছে বলে চাকুরী ও পেজাজীবী মহলে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। সপ্তাহে ৪দিন কাজ। ৩দিনই ছুটি থাকবে। শুনতেই কেমন আনন্দের হিল্লোল বয়ে যায় হৃদয়মনে। বিগত ৬জুন ২০২২সাল থেকে পরীক্ষামূলকভাবে বৃটেনে শুরু হয়েছে ৪দিন কাজের সে মহড়া। পরীক্ষামূলক এ মহড়ায় বৃটেনের মোট ৭০টি কোম্পানীর ৩,০০০ কর্মচারী অংশ নিয়েছে। সপ্তাহে ৪দিন কাজের পরীক্ষামূলক এ মহড়া চলবে ৬ মাস। পরীক্ষামূলক এ অনুশীলনের আয়োজকগন বলেছেন সপ্তাহে ৪দিন কাজের এমন পরীক্ষামূলক আয়োজন বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। ইতিপূর্বে আর কেউ এমন নিরীক্ষায় যেতে পারেনি। অনুরূপ অনুশীলন বিশ্বের যেকোন দেশে হতে পারে। এ গবেষণায় দেখার বিষয় একটিই আর তা’হলো পেশাজীবী ও কর্মজীবীগন শতকরা ৮০ভাগ সময় কাজ করে শতভাগ উৎপাদন ঠিক রাখতে পারছেন কি-না। তাদের দেখাতে হবে যে শতভাগ উৎপাদন মাত্রা ঠিক রাখা যায় ৮০%ভাগ সময় কাজ করেও। তারা কাজ করবেন শতকরা ৮০ভাগ কিন্তু মজুরী পাবেন শতভাগের শতভাগই। বিনিময়ে শতভাগ উৎপাদন দেখাতে হবে। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিশ্ব কর্মজীবী মানুষের কল্যাণে নিবেদিত এমন কল্যাণকর সেবামূলক পরীক্ষার কাজ শুরু করেছে “4 Day Week Global Campaign”(সপ্তাহে ৪দিন বৈশ্বিক প্রচারণা) নামের একটি প্রতিষ্ঠান। তাদের সাথে অংশীদারীত্বে রয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন মহাবিদ্যালয়ের গবেষকগন। পরীক্ষামূলক এ অনুশীলনের প্রয়াসে যে সকল কাজের বিষয় অংশ নেবে সেগুলো হলো-শিক্ষা থেকে শুরু করে কর্মক্ষেত্রের পরামর্শ; ব্যাংকিং; সেবাযত্ন; অর্থনৈতিক সেবা; তথ্যকারিগরীর “সপ্টওয়ার” প্রশিক্ষন; পেশাজীবনের উন্নয়ন এবং আইনী প্রশিক্ষন; গৃহায়ণ; স্বয়ংক্রিয় সরবরাহ সেবা; হাওয়াই ব্যবস্থায় খুচরা বিক্রি(অনলাইন রিটেইল); টিকে থাকার মত এমন গৃহসেবা; চর্মসেবা; পুনর্জীবন চিত্রশালা(এনিমেশন ষ্টুডিও); দালান ও নির্মাণ কাজের কর্মীসংগ্রাহক সংগঠনের সেবা, খাদ্য-পানীয় ও আতীথেয়তা সেবা, ‘ডিজিটেল’ বাজারের সেবা; আঘাতমূলক জখম থেকে সেরে উঠার ব্যাপক ভিত্তিক ব্যবস্থাপনা সেবা প্রতিষ্ঠান। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গবেষকগন অংশগ্রহনকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন উৎপাদনের উপর এর প্রতিক্রিয়া এবং কর্মীদের ভাল-মন্দের বিষয়ে নিখাদ সঠিক হিসেব মিলিয়ে নেয়ার জন্য। তাঁরা আরও নজর রাখবেন পরিবেশ ও লিংগ সমতার উপর। একটি স্বেচ্ছাসেবা ব্যাংকের প্রধান কর্মাধ্যক্ষ বলেছেন সপ্তাহে ৫দিন কাজের বিশশতকীয় চিন্তা একুশ শতকে চলে না। সপ্তাহে ৪দিন কাজ একটি খুবই স্বাভাবিক পদক্ষেপ। আমাদের দৃঢ় বিশ্বাস যে বেতন ভাতায় কোনরূপ পরিবর্তন না করে সপ্তাহে ৪দিন কাজ হলে একটি অতিসুখী কর্ম ও কর্মী পরিবেশ তৈরী করবে যা ব্যবসায়িক উৎপাদনেও ব্যাপক কাজ করবে। সূত্র: এপি ও ব্লুমবার্গ |