1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাগর রুনির মত তনুর বিচারও কি হারিয়ে যাবে ? - মুক্তকথা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন। শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন নারী, শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম”

সাগর রুনির মত তনুর বিচারও কি হারিয়ে যাবে ?

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৩৯১ পড়া হয়েছে

মানুষ শক্তির পূঁজারী। স্হানীয় একটি প্রবাদ আছে এমন, “জোড় যার মুল্লুক তার”। স্হানীয় হলেও এই প্রবাদটি থেকে অনুধাবন করা যায়

কত প্রাচীণ আমল থেকে এ চরম সত্যটি মানব আর প্রাণী জগতে কাজ করে আসছে। কিন্তু দুনিয়ার
বহু বিজ্ঞ মহাজন চরম এই সত্যটিকে কেনো জানি এক অজানা কারণে অস্বীকার করায় প্রয়াসী হয়েছেন। অথচ প্রতি নিয়ত আমরা প্রত্যক্ষ করছি ক্ষমতার এই দাপটকে ভয়ঙ্কর রূপে। সর্বশেষ বাংলাদেশের তনু হত্যা এই পৈশাচিক শক্তি মত্তার জ্বলন্ত উদাহরণ।

কেন এই বর্বরতা? তনুর নির্মম হত্যাকান্ড যেখানে সংঘটিত হয়েছে সেই সেনানিবাস এলাকায় শিক্ষিত সুশীল মানুষ যে একেবারেই নেই তা তো বলা যায় না। সেনাকর্মীদের বিশাল একটি অংশ শুধু শিক্ষিতই নয় সুশিক্ষিত বটে। তাহলে কেনো আর কিভাবে এমন বর্বর পৈশাচিক ঘটনা ঘটতে পারে। প্রথমতঃ সেনানিবাস সকল দেশেই সাধারণের চেয়ে একটু বেশী মাত্রায় কড়া নজরদারীর মধ্যে থাকা নিরাপদ এলাকা। বিশেষ করে রাতের বেলা কঠোর প্রহরায় থাকার কথা যেখানে সেখানেই এমন অমানুষিক খুন, অবশ্যই অগ্রহনযোগ্য এবং কঠোর শাস্তির দাবী রাখে। বিশাল আকারের রচনা লিখার প্রয়োজন অবান্তর বরং শেষ কথা এটাই বলতে পারি যে তনু হত্যার ন্যায়নিষ্ঠ বিচার খুন সংঘটিত এলাকার সন্মান কিংবা ভাবমূর্তি যে ভাষায়ই বলি, বাড়াবে বৈ কমাবে না। বিশেষ ঐ এলাকার নিরাপত্ত্বা ও সুনাম অক্ষুন্ন থাকবে। সে কিংবা তারা যেই বা যারাই হয়না কেনো, ন্যায় বিচারের মধ্যদিয়ে খুনীর কঠিন দৃষ্ঠান্তমূলক শাস্তি সেনা সদস্যদের বিষয়ে সাধারণ মানুষের ধারনা উপরেই থাকবে। অন্যতায় ভাবমূর্তী নিচে নেমে আসবেই।
-হারুনূর রশীদ

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT