ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গণধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট নগরীর পাঠানটুলার রশীদ মঞ্জিল থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, ঢাকা মহানগর পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। পরে তাদেরকে ঢাকায় নিয়ে যায় পুলিশ। রাত সাড়ে ১০টায় সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনেও এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, জালালাবাদ থানার মদিনা মার্কেট পয়েন্ট সংলগ্ন পশ্চিম পাঠানটুলার রশিদ মঞ্জিলের মালিক মামুনুর রশিদ। তিনি লন্ডন প্রবাসী। রশিদ মঞ্জিলে প্রবাসীর মা এবং একজন কেয়ারটেকারও থাকেন। গত বুধবার রাতে সাফাত ও সাদমান ওই বাড়িতে ওঠেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই বাসায় তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ দল (টেকনিক্যাল) সিলেটে যায়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, অভিযানের আগে বাসাটি ঘেরাও করা হয় যাতে ভবন থেকে আসামিরা পালাতে না পারে। সূত্র ইত্তেফাক।