“মুনাফাখোর ও ধনবাদের হাত থেকে হাওর রক্ষা কর” মর্মে মৌলবীবাজারের “হাওর রক্ষা সংগ্রাম কমিটি”র পক্ষে সংগঠনের সভাপতি উকীল মঈনুর রহমান মগনু এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী সংবাদপত্রে প্রকাশার্থে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আশংকার কথা ও এর প্রতিবিধানের লক্ষ্যে ৪ দফা সুপারীশের উল্লেখ করে তাদের এ দাবী বাস্তবায়নের দাবী তুলেছেন।
|
মৌলভীবাজার জেলা শহরের একঝাঁক নবীন প্রবীণ সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের নিয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মৌলভীবাজার জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ মে) রাত ৯টায় মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় এস কে ফার্মেসিতে গাঙচিল মৌলভীবাজার জেলা সমন্বয়ক দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ছড়াকার রিপন কান্তি ধর রূপক এর আহবানে ডাঃ সৈয়দ কামরুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি বাসুদেব পালের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন গাঙচিল মৌলভীবাজার জেলা সমন্বয়ক ছড়াকার রিপন কান্তি ধর রূপক, ডাঃ রাধাকান্ত দাস, সুধাংশু বৈদ্য, গণেশ দাস, মোঃ আল আমিন, রবি লাল বর্ধন, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ডাঃ সৈয়দ কামরুজ্জামানকে সভাপতি ও কবি বাসুদেব পালকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক কবি সালেহ আহমদ (স’লিপক), ডাঃ রাধাকান্ত দাস ও হুমায়ুন রহমান বাপ্পীকে উপদেষ্টা করে ১১ সদস্যবিশিষ্ট গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সুধাংশু বৈদ্য, প্রচার সম্পাদক গণেশ দাস, সাহিত্য সম্পাদক মোঃ আল আমিন, কোষাধক্ষ দীপক দাস, দপ্তর সম্পাদক সজীব মালাকার সদস্য প্রশান্ত পাল, রবি লাল বর্ধন, বিনয় কান্তি দেবনাথ ও মোঃ নুরুল ইসলাম।
ফিলিস্তিনের ওপর ইসরায়েলি গনহত্যা বন্ধ করা, ফিলিস্তিনকে মুক্ত করার দাবিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠিত চলমান বিশ্ব ছাত্র আন্দোলনের সাথে সংহতি রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা আজ ১৩ মে ২০২৪ সোমবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং সংগঠক সৈয়দ আদনান সাইফ এর সঞ্চলনায় কলেজ ক্যাম্পাসে সংহতি সমাবেশ শুরু হয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল অনুষ্ঠিত হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সংহতি সমাবেশ শেষ হয়।
সংহতি সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ শাখার সংগঠক গৌতম দেব, মারজানা আক্তার, কুরাইশ আহমেদ।
মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ২ মে বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের বাছাইয়ে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হন।
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা মুফতি বশির আহমদ মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসছেন। তিনি থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজার’র সাধারণ সম্পাদক, ইসলামি সমাজকল্যাণ পরিষদ হিংগাজিয়া কুলাউড়া’র সভাপতি ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য- তাঁর দায়িত্ব পালনকালে ২০১৯ সালে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত হয়।
গতকাল বুধবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় জাতীয় উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে জেলা এডভোকেসি নেটওয়াক কমিটির শিখন বিনিময় কর্মশালা জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান অডিটরিয়াম অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আরবিনা আফরোজ সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া ও সহকারী বিভাগীয় সমন্বয়কারী মো: মোতাব্বির হোসেন। কর্মশালায় কর্মশালায় মৌলভীবাজার জেলা এডভোকেসি নেটওর্য়াক কমিটি ২৫ সদস্য অংশগ্রহণ করেন।