1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হাজারো মানুষের ভালবাসায় চির নিদ্রার কোলে শেষ আশ্রয়ে গেলেন কমরেড সৈয়দ আবু জাফর - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

হাজারো মানুষের ভালবাসায় চির নিদ্রার কোলে শেষ আশ্রয়ে গেলেন কমরেড সৈয়দ আবু জাফর

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ১২৯৬ পড়া হয়েছে

শেষ যাত্রার কিছু আগে লাল সালাম জানাচ্ছে দলীয় কর্মীগন।

মুক্তকথা সংবাদকক্ষ।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:)মাজার প্রাঙ্গণে চির নিদ্রায় শায়িত করা হয়।
শনিবার ১লা জুন সকালে শহরের চৌমোহনাস্থ সিপিবি জেলা কার্যালয়ে সৈয়দ আবু জাফর আহমদের মরদেহ নেয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা এবং পার্টির স্বেচ্ছাসেবীরা লাল সালাম প্রদান করেন। সেখান থেকে মৌনযাত্রা করে মরদেহ মৌলভীবাজার প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয় সেখানে প্রেসক্লাব ও সাংবাদিকরা শ্রদ্ধা জানান।
এসময় সৈয়দ আবু জাফর আহমদকে নিয়ে কথা বলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম এ সালাম। পরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতি ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ এই বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানান। এসময় কথা বলেন সিপিবির উপদেষ্ঠামন্ডলীর সদস্য কমরেড মনজুরুল আহসান খান, দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মৌলভীবাজার-৩ এর সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, গণ ফোরাম নেতা অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, জেলা ন্যাপ নেতা নিহারেন্দু হোম সজল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আব্দুল মুঈন প্রমুখ। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
বেলা ২টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সৈয়দ শাহ মোস্তফা(র.) মাজার প্রাঙ্গনের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। উল্লেখ্য, গত ২০শে মে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়ালাইসিস করার জন্যে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৮ মে রাতে সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

গাড়ীর ভেতরে দেখা যাচ্ছে সৈয়দ জাফরের মরদেহ। গাড়ীর পাশে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে কিছু বলছেন প্রবীন সাংবাদিক আব্দুস সালাম। পাশে প্রেসক্লাবের সভাপতি ছড়াকার আব্দুল হামিদ মাহবুব। মরদেহের কাছে দাড়িয়ে সাংবাদিক সালেহ এলাহি কুটি, সাংবাদিক উমেদ আলীসহ অন্যান্য সাংবাদিকগন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT