1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যু বার্ষিকী এবং হাফিজা খাতুনের প্রধান শিক্ষক - মুক্তকথা
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যু বার্ষিকী এবং হাফিজা খাতুনের প্রধান শিক্ষক

মৌলবীবাজার ও কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০ পড়া হয়েছে

 

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের
৫৪ তম মৃত্যু বার্ষিকী পালিত


মৌলভীবাজারের কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৮ অক্টোবর কমলগঞ্জ উপজেলার দলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্তে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, ১৯৭১ সালের ২৮ অক্টোবর ভোরে কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে তৎকালীন সীমান্তরক্ষী ইপিআরের ক্যাম্পে শক্তিশালী পাকিস্তানি হানাদার বাহিনীর একটি আস্তানায় গ্রেণেড হামলা করে গুড়িয়ে দিয়েছিলেন বীরশ্রেষ্ঠী সিপাহী হামিদুর রহমান। সেখান থেকে ফেরার পথে পাকবাহিনীর একটি দলের ছোড়া গুলিতে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি।

ঘামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্কাস আলী মন্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ।

বিএনপি সরকার আমলে দলই সীমান্তে ঘটনা¯’ল এলাকায় চিরসবুজ চা-বাগানের মাঝে স্থাপন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ। বর্তমানে স্মৃতিসৌধ এলাকায় মুক্তিযুদ্ধের তথ্য ও চিত্র সমন্বয়ে এখানে গড়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জাদুঘর। দেশের মুক্তির জন্য জীবনদানকারী এই বীরের গল্প জানতে কমলগঞ্জের দলই চা-বাগানে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জাদুঘরে নিয়মিত দেশি-বিদেশি পর্যটক আসেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ সিপাহী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছি একই সাথে কমলগঞ্জ থেকে দলই সীমান্তে যে সড়ক গেছে ঐ সড়কটির নাম বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান করার জন্য প্রস্তাব পাঠিয়েছি।

 


হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
দূর্ণীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।


মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম এর বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তদন্তে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গত ২৫/০৯/২০২৫ইং (মো: নাজিম উদ্দিন) শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) এর স্বাক্ষরিত এক আদেশে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়।


প্রধান শিক্ষিকা হাফিজাখাতুন বালিকা উচ্চবিদ্যালয়

আদেশে উল্লেখ করা হয় – মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগের তদন্ত প্রতিবেদন এর পর্যালোচনা ও সুপারিশ অনুযায়ী অভিযোগসমূহ প্রমাণিত হয়।

এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বর্তমান প্রধান শিক্ষকের বিষয়ে বিদ্যালয় পরিচালনা বিধি মালা-২০২৪ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য এবং প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী প্রধান শিক্ষক বা সহ: প্রধান শিক্ষক পদ শূন্য না থাকলে জ্যেষ্ঠতম শিক্ষক-কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT