জুড়ী সংবাদদাতা।। ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি উচ্চবিদ্যালয় বন্যাআশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-১(জুড়ী-বড়লখো) আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহাবউদ্দীন। সোমবার হাকালুকি আশ্রয়কেন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চােয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি’র সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শাহ্ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীমচন্দ্র বনিক, উপজলো আওয়ামীলীগরে আহব্বায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টার, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ সাজু, উপজেলা যুবলীগের সদস্য আহমদ কামাল অহিদ, যুবলীগ নেতা আব্দুল মতিন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক আবুল খায়ের সায়মন, যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ রুবেল প্রমুখ।