1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪০০ বছর পর আজ পৃথিবীর সঙ্গে দেখা হবে এই বিশাল গ্রহাণুর - মুক্তকথা
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

৪০০ বছর পর আজ পৃথিবীর সঙ্গে দেখা হবে এই বিশাল গ্রহাণুর

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ১৩৩৯ পড়া হয়েছে

লন্ডন:  পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। নাম ২০১৪ জেও২৫। মঙ্গলবার সকালে নাসার গোল্ডস্টোন সোলার সিস্টেম রাডারে ধরা পড়েছে সে ছবি। জেও২৫ গ্রহাণুর ৩০টি ছবি প্রকাশ করেছে নাসা। খবর দিয়েছে আনন্দবাজার।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন চলতি বছর ১৯ এপ্রিল অর্থাৎ আজ, বুধবার, পৃথিবীর কাছে দিয়ে চলে যাবে জেও২৫ গ্রহাণুটি। যদিও পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে প্রায় ১৮ লক্ষ কিলোমিটার। মানে পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার ৪.৬ গুণ দূরে থেকে এই গ্রহাণু উঁকি দিয়ে যাবে। এই গ্রহাণু পৃথিবীর ধারে কাছে আসার একটাই গুরুত্ব। তা হল ৪০০ বছর পর সে ক্ষণিকের অতিথি হয়ে আসছে। এর পর ফের একে দেখা যাবে প্রায় ৫০০ বছর পর, দাবি জ্যোতির্বিজ্ঞানীদের।
কেমন দেখতে জেও২৫?
ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রোপালসলন ল্যাবরেটরির বিজ্ঞানী শান্তুনু নাইডু জানাচ্ছেন, এই মুহূর্তে যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে এই গ্রহাণুর দুটো অংশ যেটি লম্বা গলার মতো একটি জায়গা যুক্ত করেছে। গ্রহাণুটি লম্বায় প্রায় ২ হাজার ফুট। অর্থাৎ ১০ ফুট উচ্চতার ঘরের প্রায় দু’শো তলার বাড়ির সমান লম্বা এই গ্রহাণু।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT