1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৫ থেকে ১০ হাজার বন্য উট নিধন ১৩জানুয়ারী শেষ হবার কথা - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

৫ থেকে ১০ হাজার বন্য উট নিধন ১৩জানুয়ারী শেষ হবার কথা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৫৩৬ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। “অদ্ভুত বিশ্ব” নামের ফেইচবুকে গত ৭ই জানুয়ারী খবর প্রকাশ হয়েছিল যে দক্ষিণ অষ্ট্রেলিয়ায় প্রায় ১০হাজার বন্য উটকে গুলি করে হত্যা করা ছাড়া অন্য কোন গতি নেই। কারণ দেশের দক্ষিণাঞ্চলের ভয়াবহ খরা ও পাহাড়ের অগ্নিকাণ্ডে জনজীবন চরমভাবে বিপর্যস্ত। এ অবস্থায় বন্য উট ও কিছু ঘোড়া আগুন থেকে বাঁচার জন্য লোকালয়ে চলে আসে। আগুনের দাহে পিপাশার্ত বন্য উট ও ঘোড়া লোকালয়ে মানুষের বহুমূখী ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমতঃ এরা ফসল নষ্ট করছে, এ ছাড়াও পিপাশায় কাতর এসব বন্যপ্রানী অধিকহারে পানি খেয়ে লোকালয়ে পানির সংকট সৃষ্টি করে চলেছে। তাই বাধ্য হয়ে উপায়ান্তর না পেয়ে বন্য এসব উট ও ঘোড়াদের মেরে ফেলা ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই।

গত ৮জানুয়ারী বুধবার থেকে এ হত্যা অভিযান শুরু হওয়ার কথা ছিল। 
দক্ষিন অষ্ট্রেলিয়ার “আনানগু পিজান্তজাতজারা ইয়ানকুনিতজাতজারা” সংক্ষেপে (এ ওয়াই পি) ভূমির আদিবাসী নেতার পক্ষ থেকে নির্দেশ পেলেই পেশাদার শিকারীদল সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করবে, এমন জানা গিয়েছিল। ৮ জানুয়ারী থেকে শুরু হয়ে ৫দিন সময় লাগবে পুরো কাজ শেষ করতে। অবশ্য এ পি ওয়াই- স্থানীয় সরকারের একজন উটের ১০হাজার পরিমানের সাথে কিছুটা দ্বিমত প্রকাশ করে বলেন যে এ পরিমাণ হবে ৫হাজার থেকে ১০হাজারের মধ্যে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT