মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যসহ ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যা বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল। এ ছাড়াও পৃথক অভিযানে জেলার কুলাউড়া উপজেলায় ১ নাখ শলাকা ভারতীয় বিড়িসহ আরও ১ জনকে আটক করেছে পুলিশ.। জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চুরির ঘটনার পর পরই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন পিপিএম’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরের তত্ত্বাবধানে কাজ শুরু করে পুলিশ।
সদর থানার পুলিশ ৪৭টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূলহোতাসহ সংশ্লিষ্টদের শনাক্ত করে। এরই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বাপ্পি দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর(৩৫)কে আটক করে।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামের জাকির হোসেন পটলের ছেলে সোহানের বাড়ি থেকে আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়া আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই স্থান (ভৈরব, পলতাকান্দা) থেকে আরও একটি চোরাই হোন্ডা সহ মোট পাঁচটি হোন্ডা উদ্ধার করা হয়।
সিপিসি-২ শ্রীমঙ্গল র্যাব-৯ মৌলভীবাজারের একটি আভিযানিক দল গেল বুধবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হাইওয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর-গোয়ালাবাজারের একটি গোদাম থেকে ৮ লাখ ৭ হাজার ৫শ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধারসহ সুব্রতকর নামের এক ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তি ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের সত্যেন্দ্র কর-এর ছেলে।
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
এদিকে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও র্যাব-১১ নরসিংদী’র একটি যৌথ দল গত বুধবার দিবাগত রাতে নরসিংদী জেলার শিবপুর থানার ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকরাম উদ্দিন জেলার রাজনগর উপজেলার আমিনপুর গ্রামের লকুছ মিয়ার পুত্র। আটকৃত দুজনকে আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুটি থানায় হস্তান্তর করে র্যাব।