একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মানবাধিকার নেত্রী রুবি হক আর নেই(ইন্নালিল্লাহি…রাজিউন)। দুরারোগ্য ‘brain tumar’ ব্যাধিতে আক্রান্ত হয়ে বিগত ২৫ মে(২০২২) লন্ডনের রমফোর্ড এলাকার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সিলেটের উসমানী নগর উপজেলায় জন্মগ্রহণকারী বিলেতের বাঙ্গালী সম্প্রদায়ের নন্দিত রাজনীতিক, প্রাণোচ্ছোল সমাজকর্মী রুবি হক উকীল-নাট্যপ্রেমিক মুজিবুল হক মনির স্ত্রী। তিনি কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনে রুবি হক ছিলেন সামনের সারির নেতৃস্থানীয় কর্মযোগী।
যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের প্রগতির আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার এক ব্যতিক্রমি কর্মযোদ্ধা। তার অকাল মৃত্যুতে প্রবাসে গোটা বাঙ্গালী সমাজের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
মৃত্যুকালে রুবি হক দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সমবেদনা ও সহানুভুতি জানাই সহযোদ্ধা রুবি হকের স্বামী সুপ্রিয় কবি, উকীল মুজিবুল হক মনিকে ও তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যবৃন্দদের।
ওই দিনই ব্রিকলেন মসজিদে তার জানাজার নামাজের পর ‘গার্ডেন অব পিস’ কবরস্থানে তাকে সমাহিত করা হয়।