আজ শুক্রবার ২৪ নভেম্বর অক্সফোর্ড ষ্ট্রীট ও অক্সফোর্ড সার্কাস ষ্টেশন এলাকায় বন্দুকের গুলির আওয়াজ শুনা গেছে এমন এক খবরে ষ্টেশনের পাতাল ঘর থেকে শুরু করে উপর অবদি যাত্রীদের মধ্যে পালিয়ে বাঁচার এমন দৌড়া-দৌড়ি শুরু হয় যে ধাক্কাধাক্কিতে ১৬জনকে চিকিৎসা নিতে হয়েছে।
দু’জন লোকের সাথে পুলিশ কথা বলতে চায় যাদের মধ্যে তর্কাতর্কির কারণে এ ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল বলে শুনা গেছে।
ঘটনার সাথে সাথে সশস্ত্র পুলিশ ডাকা হয় এবং ষ্টেশন বন্ধ করে দেয়া হয়। পুলিশের অনেক খুঁজাখুঁজির পরও গুলির আওয়াজের কোন সত্যতা পাওয়া যায়নি। ফলে সশস্ত্র পুলিশকে ফেরৎ নেয়া হয়েছে।
ঘটনার আকষ্মিকতায় সন্ত্রাসী হামলা মনে করে সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা নিতেই সশস্ত্র পুলিশ তলব করা হয়েছিল। দেশের যানবাহন পুলিশ বলেছে দু’জন মানুষের মধ্যে উচ্চস্বরে তর্কাতর্কির কারণে সাধারণ যাত্রীদের মধ্যে এ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ষ্টেশনের সিসিটিভি’তে দু’জন মানুষের তর্কাতর্কির দৃশ্য দেখা গেছে। এ দু’জনের সাথে পুলিশ কথা বলতে চায়।
বিকাল ৬টা ০৫মিনিটে স্কটল্যান্ড ইয়ার্ড অভিযানের সমাপ্তি জানিয়ে দেয়।