মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জালাল উদ্দিন নামের এক ব্যক্তিতে একটি মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে জেলা শহরের শ্রীমঙ্গল সড়কস্থ “উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের” সম্মুখে নিহতের লাশ পাওয়া গেছে। নিহত জালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে ওই নিরাময় কেন্দ্রের সকল পরিচালনাকারী লাপাত্তা হয়েছে বলেও জানা গেছে।
নিহতের পরিবার সূত্র জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের তপতিবাগ এলাকার মৃত মোঃ গিয়াস উদ্দিনের পুত্র মাদকসেবি জালাল উদ্দিন ৭/৮ মাস পূর্বে দেশে আসেন। এমন ভয়াল মাদক সেবন থেকে রক্ষা পেতে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। দু’সপ্তাহ চিকিৎসা শেষে গত ২৪ ডিসেম্বর বাড়ি নিয়ে যাওয়া হয়। পরবর্তিতে আবার ওই নিরাময় কেন্দ্রে তাকে নিয়ে আসা হয় ।
নিহতের মা রুকসানা আক্তার জানান, গত ৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় মাদক নিরাময় কেন্দ্র থেকে মুঠোফোনে জানানো হয়, জালাল অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দিতে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সিলেটের ওই হাসপাতালে গেলে অনেক খোঁজাখুঁজি করে জালালকে পাননি। পরে মৌলভীবাজার এসে উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের সামনে একটি অ্যাম্বুলেন্সের ভেতর তাঁর মৃতদেহ দেখতে পান। এ সময় নিরাময় কেন্দ্রের কাউকে তাঁরা খুঁজে পাননি বলে জানান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় নিহত জালাল এর রাব্বি নামের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর স্ত্রী-সন্তান দেশে থাকতেন বলে জানা গেছে। পরিবারের সদস্য ও স্বজনরা জানিয়েছেন, তাঁরা এই হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ মঙ্গলবার দুপুরে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরবতীতে স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। তিনি আরো জানান, ওই ঘটনার পর থেকে ওই মাদক নিরাময় কেন্দ্রের কাউকে এখনো পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।