1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আগামী শিক্ষাবর্ষের বক্তৃতাসহ সকল পাঠ অনলাইনে হবে! - মুক্তকথা
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

আগামী শিক্ষাবর্ষের বক্তৃতাসহ সকল পাঠ অনলাইনে হবে!

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩১৪ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। সব ক্লাস হবে অনলাইনে! ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত  কোনও মুখোমুখি ক্লাস অনুষ্ঠিত হবে না। বৃটেনেরর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলতে এমন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। অনলাইনে ক্লাস হলেও শিক্ষার্থীদের কাছ থেকে সম্পূর্ণ ফি আদায় করতে পারবে বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর প্রকাশ করেছে।

জানা গেছে, শিক্ষার্থীদের সব ক্লাস অনলাইনে হলেও ছোট শিক্ষার্থীদের দল মুখোমুখি গৃহশিক্ষার (টিউটোরিয়াল) পাঠায়োজন করা যাবে। অবশ্যই  সামাজিক দূরত্ববিধি মোতাবেক আয়োজিত হতে হবে। করোণা ভাইরাস থেকে সাবধান থাকতে চলতি শিক্ষাবর্ষে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অঙ্গন বন্ধ রয়েছে। অবশ্য চলমান বিধিমালাতে পরিবর্তন আসলে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।
উল্লখযোগ্য যে, মহামারীর এ ভয়াবহ সময়ে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় সকল নিরাপত্তা নীতির সাথে মানিয়ে চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক হওয়ায় বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। মহামারীর কারণে গত মার্চ থেকেই কেমব্রিজের অনলাইন ক্লাস চালু হয়েছে। ভার্চুয়েল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। বলা প্রয়োজন যে, এর আগে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় অনুরূপ এক ঘোষণা দিয়েছিল, এবার ক্যামব্রিজও একই পথ অনুসরণ করলো। সূত্র: বিবিসি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT