1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আগে বিচার পরে আওয়ামীলীগের নির্বাচনে অংশগ্রহন - মুক্তকথা
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

আগে বিচার পরে আওয়ামীলীগের নির্বাচনে অংশগ্রহন

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫ পড়া হয়েছে

বিচার না হয়ে কোন অবস্থাতেই
আওয়ামীলীগ নির্বাচন করতে পারবেনা
-এম নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, বিচার না হয়ে কোন অবস্থাতেই আ’লীগ নির্বাচন করতে পারবেনা। আ’লীগ মানুষ মেরেছে। এই সকল হত্যাকারী নেতাদের আগে বিচার হতে হবে।

বৃহস্পতিবার রাতে কুলাউড়া পৌর শহরের আলালপুর সামাদ ভিলায় কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

নাসের রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরে দলের নিচ থেকে উপর পর্যন্ত সবাই লুটপাট করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচার হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। নির্বিচারে পাখির মতো ৮৩৪ মানুষকে হত্যা করেছে। ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এত মানুষ মারার পরও তাদের মাঝে কোন অনুশোচনা নেই। তারা ক্ষমা পর্যন্ত চায়নি মানুষের কাছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খাঁনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খাঁন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসী মিছবাউর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

এর আগে তিনি দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নানের কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান এবং সমবেদনা জ্ঞাপন করেন।

কুলাউড়ার মতবিনিময় সভার আগে দুপুরে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এম নাসের রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসী মিছবাউর রহমান, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমেদ খানসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT