মেহরান জওহার, বড়লেখা থেকে।। মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্টান, সরকারি-বেসরকারী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস পালন করে।
শনিবার, ১৬ডিসেম্বর ভোর ৪:৪০ মিনিটের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস শুরু হয়। এরপর বড়লেখা ডিগ্রি কলেজ প্রাঙ্গণের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ মো.শাহাব উদ্দীন এমপি,উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ, মুক্তিযোদ্ধা কামান্ডার, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, বড়লেখা থানা পুলিশ, বড়লেখা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দল, উপজেলা জাতীয় পার্টী, বড়লেখা ডিগ্রি কলেজ, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্টান এবং সাধারণ মানুষ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।