মৌলভীবাজার অফিস।। সময় এখন নারীর, ‘উন্নয়নে তারা- বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’। “নারী-পুরুষ সবাই মিলে নির্যাতনমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ অংশ হিসেবে বার্ক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে গতকাল ৬মার্চ দুপুরে একাটুনা ইউনিয়ন পরিষদ ও রায়পুর উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচ গ্রুপের সহযোগিতায় একাটুনা বাজারে সমাবেশ, মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাটুনা পল্লী সমাজের সদস্য আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব ও ডা: ইসমাইল হোসেন।
আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ইমন, ইউপি সদস্য, জুনিওর সেক্টরস স্পেশালিষ্ট মিজানুর রহমান, প্রধান শিক্ষক লাভলী দেবনাথ, রেডিও পল্লীকন্ঠের নিউজ রিপোর্টার জনি বেগম, পলি রানী দেবনাথসহ শিক্ষক ও শিক্ষার্থী ও ব্যবসায়ী ও অভিভাবকবৃন্দ।