আব্দুল ওয়াদুদ।। বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংস হত্যার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৌলভীবাজারে পৃথক বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল ও প্রগতিশীল ছাত্রজোট।
৯ই অক্টোবর বুধবার দুপুরে শহরের সমশেরনগর সড়ক থেকে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শহরের এম সাইফুর রহমান রোডে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, মামুন পারভেজ, আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, রাহিন আহমদ, জসিম তালুকদার, পাপন রহমান, কলেজ ছাত্র দলের যুগ্ম-আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান আহমেদ, আফজল হুসেন, মারুফ আহমেদ, আইনুল ইসলাম, মিলন আহমেদ, দুলাল হোসেন, আলি হুসেন, সাইফুল ইসলাম, জাফর, শামিম আহমেদ, ইমরান, রাববি, সাইফ, নেছার, নাবিল, শাহ মুরাদ জাবের, ফাহিমুল ইসলামসহ অনেকে।
এদিকে একই দাবীতে মৌলভীবাজারে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুবিনয় শুভর সভাপতিত্বে ও বিশজিৎ নন্দীর সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব, সুমন কান্তি দাশ, ফাহিম চৌধুরী, সজিবুল ইসলাম তুষার, রাজীব সূত্রধর।
সমাবেশে বক্তারা বলেন, “বিগত দশ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ত্রিশজনের বেশি শিক্ষাথীকে খুন করা হয়েছেন। এরমধ্যে এক শিশু এবং দর্জি বিশ্বজিৎ ছাড়া সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। এসব খুনের সাথে যুক্ত ছিলো ছাত্রলীগ। কিন্তু হত্যাকাণ্ডের সাথে যুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আজকের এই অবস্থার সৃষ্ঠি হয়েছে। এসব রুখতে সব মানুষকে পথে নামতে হবে। নয়তো আজকে আবরার কালকে আমাদের কেউ এই নৃসংশতার শিকার হতে পারি”।
সমাবেশ শেষে প্রগতিশীল ছাত্রজোট’এর নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এতে সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
|