বাবার মৃত্যুর পর বড় ভাই বকর বিন লাদেন ব্যবসার হাল ধরেন। কিন্তু তারা সৌদি রাজপরিবারের আনুকূল্য হারান একটি দূর্ঘটনার কারণে। ২০১৫ সালে তাদের একটি প্রকল্পে দূর্ঘটনা সংগঠিত হয় যার ফলে ১০০জন মানুষ মারা যায়। এ ঘটনারই দু’বছর পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান বকর লাদেন ও তার আরো দু’ভাই সাদ ও সালাহ কে দূর্ণীতি দমন অভিযানে ধরেন এবং আটক করেন। বকর গত বছরই ছাড়া পান।
বিন লাদেন পরিবারের সাথে রাজকুমার চার্লস-এর সহায়তা সংগঠনের কোন সম্পর্কের বিষয় অতীতে কখনও বলা হয়নি অবশ্য যে কোন সহায়তা সংস্থারই কোন প্রয়োজন নেই তাদের পৃষ্ঠপোষকদের নাম-ঠিকানা জনসাধারণ্যে প্রকাশ করার।
চেশায়ার ও “ক্লিয়ারেন্স হাউস”এর মুখপাত্র জানান যে, শেখ বকর বিন লাদেনের কাছ থেকে ‘প্রিন্স অব ওয়েলস চ্যারিটেবল ফাণ্ড’ দানের যে অর্থ নিয়েছে তা সকল নিয়ম কানুন মেনেই গ্রহন করা হয়েছে বিশেষকরে এ দান গ্রহন “ট্রাস্টি”দের দ্বারাই হয়েছে। এ দান গ্রহনকে প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ নেই।
|