1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আব্দুল মন্নান কি মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছেন(?) - মুক্তকথা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

আব্দুল মন্নান কি মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছেন(?)

মৌলবীবাজার থেকে বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ পড়া হয়েছে

জামায়াত প্রার্থীকে কর্মীরা না-কি
বাড়ী থেকে বের হতে দেয়নি


বাড়ী থেকে বের হয়ে আসতে না পারায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি মৌলভীবাজার-৩ আসনের জামায়েতে ইসলামির মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজনগর উপজেলার দত্তগ্রামে নিজ বাড়িতে তাকে আটকে রাখেন এলাকাবাসী ও কর্মী-সমর্থকরা।

জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের মোবাইল ফোন ব্যবহার করে মাসুম আহমেদ নামে একজন এদিন বিকেলে জানান, আব্দুল মন্নানকে একটি রুমের মধ্যে তালাবদ্ধভাবে রাখা হয়েছে। যাতে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন। পুরো বাড়ি কর্মী সমর্থকরা ঘিরে রেখেছেন।

এর আগে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করেছেন। এজন্য তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন তাই সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে বাহির হতে দেয়নি। এরা সকলেই আমাদের এলাকাবাসী ও আমার বাবার কর্মী।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল একটি সংবাদমাধ্যমকে বলেন, আব্দুল মন্নান নামে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে চূড়ান্ত করা হয়েছে। এরপর থেকে স্থানীয় জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একটা পক্ষ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT